Home বিনোদন আসছে ববি’র ‘বিজলি’

আসছে ববি’র ‘বিজলি’

2023
0

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। তার অভিনীত ও প্রযোজিত বহুল আলোচিত ছবি ‘বিজলি’র কাজ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল রণবীর।
ববি বললেন, ‘ভিন্ন স্বাদের একটি ছবি এবার দর্শক দেখতে পাবেন। ছবিটি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা হবে। আশা করি, দর্শক এটি পছন্দ করবেন। ছবিতে আমাকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন দর্শকরা।’ এদিকে ববি ‘বৃদ্ধাশ্রম’ নামেও আরেকটি ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তাকে সমাজসেবী ও একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Previous articleযারা গণহত্যা দিবস চায় না তারা স্বাধীনতাও চায় না: প্রধানমন্ত্রী
Next articleবঙ্গবন্ধুর নামে এভিয়েশন বিশ্ববিদ্যালয় হচ্ছে