Home ঢাকা আ.লীগের বড় নেতা চামড়া সিন্ডিকেটের হোতা : রিজভী

আ.লীগের বড় নেতা চামড়া সিন্ডিকেটের হোতা : রিজভী

490
0

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দলের কারসাজির কারণেই কোরবানির পশুর চামড়ার দাম কম । এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। তিনি বলেন, এই সিন্ডিকেটের নেপথ্যে আওয়ামী লীগের এক বড় নেতা আছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

এবার কোরবানির পশুর চামড়ার কম দাম নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। যাঁরা কোরবানি দিয়েছেন, তাঁরা যেমন চামড়ার দাম পাননি, তেমনি মৌসুমি ব্যবসায়ীরাও দাম পাচ্ছেন না ।

রিজভী বলেন, কোরবানির পশুর চামড়ার টাকা গরিব, মিসকিন, এতিমদের হক। এই চামড়া বিক্রির টাকা তাদের মাঝেই বিতরণ করার নিয়ম। এটা তাদের ঈদের আনন্দের একটা উৎস। বিএনপি সরকারের সময়ে এ দেশে যে চামড়া কয়েক হাজার টাকায় বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়।

তিনি বলেন, ৮০ হাজার টাকা দামের গরুর চামড়ার দাম মাত্র২২০ টাকা। এক লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে ২২৫ টাকায়। সব জিনিসের দাম হু হু করে বাড়লেও দফায় দফায় কমতে কমতে ১০ ভাগের ১ ভাগে নেমেছে গরিব-মিসকিনের হক এই কাঁচা চামড়ার দাম। এমন করুণ অবস্থা দেখে নীরব প্রতিবাদ হিসেবে সিন্ডিকেটের কাছে বিক্রি না করে কোরবানির চামড়া মাটির নিচে পুঁতে রাখছেন অনেকে।

Previous articleশোক দিবসে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
Next articleকাশ্মীর ইস্যুতে এবার মুখ খুললেন মনমোহন সিং