নিউজ ডেস্ক: মুষলধারে বৃষ্টিতে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ১০৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে আটজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত এক শ মানুষ। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় গত রাতে এ ঘটনার পর শনিবার উদ্ধারকারীরা নিখোঁজদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ, সেনা ও স্থানীয়দের সমন্বয়ে শ শ উদ্ধারকারী সেখানে খালি হাতে কাজ শুরু করেন। পরে অবশ্য ট্রাক্টর ও বুলডোজার উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরভো জানিয়েছেন, ৩৭৯ জনকে সাময়িক আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে প্রচেষ্টা চলছে।