Home বিশেষ সংবাদ ইসি গঠনে প্রেসিডেন্টের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে: মোহাম্মদ নাসিম

ইসি গঠনে প্রেসিডেন্টের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে: মোহাম্মদ নাসিম

471
0

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ কথা জানান নাসিম।
নাসিম বলেন, নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ২০১৯ সালেও দলীয় সরকারের অধীনেই সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ ছাড়া আসছে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে অযথা জ্বালাও-পোড়াও না করতে বিএনপি-জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জামায়াতকে সঙ্গে নিয়ে বিভিন্ন চক্রান্ত থেকে বিএনপিকে বিরত থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Previous articleসরকার রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করেছে: মির্জা ফখরুল
Next articleবাংলাদেশে জঙ্গিদের উৎপাত অব্যাহত আছে: তথ্যমন্ত্রী