Home প্রবাস ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশ বিমান

ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশ বিমান

833
0

ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি ০৬০ ফ্লাইটটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে বলেন, আমরা শুধু খবর পেয়েছি, বিমানটি ল্যান্ড করার সময় রানওয়েতে ছিটকে পড়েছে। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।

Previous articleএকাদশে ভর্তিতে তিন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে কলেজ
Next articleঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর