Home রাজনীতি ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে

ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে

485
0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই এবার মানুষ ঘরে ফিরতে পারবে। বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্ততি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। সকাল ১০টায় প্রতিমন্ত্রী পাটুরিয়ায় পৌঁছে সংশ্লিষ্টদের কাছে ঈদের সার্বিক প্রস্ততির বিষয়ে খোঁজ খবর নেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের সামগ্রিক প্রস্তুতি যদি কোনো চক্র, গোষ্ঠী বা ব্যক্তি বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি আছে। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, যাত্রীদের নিরাপদে পারাপারে আমাদের চেষ্টার ত্রুটি নেই। তবে এজন্য যাত্রী, পরিবহন চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তাদেরও মনোবল থাকতে হবে।

Previous articleখালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন: বিএসএমএমইউ পরিচালক
Next articleদলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে: ব্যারিস্টার মওদুদ