Home রাজনীতি উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র এক নয়: মওদুদ

উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র এক নয়: মওদুদ

442
0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র এক নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এখন আর ষোড়শ সংশোধনীর প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জাতিকে নতুন পথ দেখিয়েছেন। কোন বিচারপতিকে অপসারণ করতে হলে তাদের দলীয় নেতাকর্মীদেরকে একত্র করে মাঠে নামিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে, বিচারপতিদের বিরুদ্ধে একটি ইস্যু তৈরি করে তাদেরকে পদত্যাগের জন্য বাধ্য করে।’

শনিবার দুপুর ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মওদুদ এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আল-হারুন, আবদুল মতিন লিটন, আবদুল্লাহ আল মামুন, শওকত হোসেন সগির, ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি রায়ে লিখেছেন সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সারা শরীর পানির নিচে, শুধু নাকটা পানির উপর।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতির পদ শূন্য, এক ঘণ্টার জন্যও এ পদ শূন্য রাখার বিধান নাই। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্ট চলছে। বিগত সময়ে এ সরকারের ১৫৪ জন এমপি ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচনই বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। এ জন্য আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ।’
Previous articleবিদায়ী বছরে রেকর্ড সংখ্যক নারী ধর্ষণ
Next articleবাড়ির ছাদেও থার্টিফার্স্ট উদযাপন করা যাবে না