ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে মেধা মূল্যায়ন মঞ্চ। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেধা মূল্যায়ন মঞ্চের আহবায়ক মেধাবী ছাত্রনেতা সোহেল রানা মিঠু, সদস্য সচিব ফায়জুর রহমান, যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ‘লিখিত পরীক্ষায় পাশ করো, ভাইভা আমরা দেখব’ তিনি এ বক্তব্য দিয়ে ছাত্রসমাজকে চরমভাবে অপমানিত করেছেন। ছাত্রলীগ যেখানে সন্ত্রাস, চাদাবাজি, খুন, ধর্ষণ, অভ্যন্তরীণ কোন্দলসহ নানা অপকর্মে লিপ্ত তখন তার এ ঘোষণা পড়াশুনার বদলে ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকা-কে আরোও উস্কে দেবে। সকল ছাত্রসমাজের ভবিষ্যৎকে উপেক্ষা করে শুধু ছাত্রলীগের ব্যাপারে এ অবিবেচনা প্রসূত বক্তব্য চরম দৃষ্টতা ছাড়া কিছুই না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে তার এমন বক্তব্য ছাত্রসমাজসহ দেশবাসীকে হতাশ ও ক্ষুদ্ধ করেছে। প্রয়োজনে মেধাবীদের অবমূল্যায়ন ছাত্রসমাজ প্রতিহত করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।
Good
Comments are closed.