Home জাতীয় এই বাজেট জনগণ সম্পূর্ণ প্রত্যাখান করেছে: মির্জা ফখরুল

এই বাজেট জনগণ সম্পূর্ণ প্রত্যাখান করেছে: মির্জা ফখরুল

468
0

ঢাকা: জনগণের সম্পূর্ণ বিরুদ্ধে এই বাজেট দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনে গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, এই বাজেটে সাধারণ জনগণের জন্য কিছু রাখা হয়নি। এর মাধ্যমে ধনী শ্রেণিকে আরো ধনী হওয়ার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে।

মির্জা আলমগীর বলেন, এই বাজেট জনগণ মেনে নেয়নি। তারা সম্পূর্ণ প্রত্যাখান করেছে। সরকারের এই প্রস্তাবিত বাজেট একটি উচ্চাভিলাসী ও গণবিরোধী বাজেট। সরকার জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে, একই ভাবে বাজেটও দিয়েছে।

Previous articleবাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে: শিক্ষামন্ত্রী
Next articleজগন্নাথপুর ও দিরাই থানার পলাতক আসামীকে সিলেট থেকে গ্রেফতার