Home মতামত এই মা, মাতৃত্ব, প্রগতিশীলতা আর উদারতার প্রতীক

এই মা, মাতৃত্ব, প্রগতিশীলতা আর উদারতার প্রতীক

734
0

ড. আসিফ নজরুল : আমার কাছে অনন্য এসব ছবি। এই মা, মাতৃত্ব, প্রগতিশীলতা আর উদারতার প্রতীক। তিনি একজন স্মার্ট মানুষও। কিছু সংকীর্ণ মনের মানুষ এটি অন্য চোখে দেখছে। তাদের চোখে কাঁটা হয়ে বিধে শুধু বোরকা, আর হিজাব। অন্য বিদেশি পোশাকে বা অন্য সংস্কৃতির পোশাকে (যেমন : সেলোয়ার, কামিজ, শেরওয়ানী, ধুতি) তাদের কোনো সমস্যা নেই। সমস্যা শুধু বোরকা আর হিজাবে। আশার কথা হচ্ছে অধিকাংশ মানুষ এই মাকে প্রশংসা করেছে, মুদ্ধ হয়েছে তার সপ্রতিভ মাতৃত্বে। এটিই করা উচিত।

[ফেসবুক থেকে]

Previous articleবাংলাদেশের প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে: এডিবি
Next articleপরীক্ষা ছাড়াই অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশনা