Home বাংলাদেশের সংবাদ এই সরকার পুলিশের সহযোগিতায় নির্বাচিত: অলি আহমদ

এই সরকার পুলিশের সহযোগিতায় নির্বাচিত: অলি আহমদ

491
0

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, বর্তমান জনপ্রতিনিধিরা মানুষের ভোটে নির্বাচিত নন। পুলিশের সহযোগিতায় তারা সাংসদ হয়েছেন। ২ লাখ পুলিশ এই সরকারকে নির্বাচিত করেছে। এ কারণে এখন রাজনীতিবিদদের কোনো সম্মান নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, এ সরকারকে নির্বাচিত করেছে ২ লাখ পুলিশ। জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, এখনকার সাংসদরা ফোন করলে পুলিশ কর্মচারী তাদের ফোন ধরে না। পুলিশ মনে করে সাংসদরা তাদের বানানো সাংসদ। এখন রাজনীতিবিদদের কোনো সম্মান নেই।

Previous articleডিসেম্বরের মধ্যে স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ
Next articleকক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাতসহ নিহত ৪