এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানাটানি

0
1154

অনলাইন ডেস্ক : এক নারী বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন প্রায় ১৫ বছর। এরপর পরকিয়ায় জড়িয়ে প্রথমজনকে তালাক দিয়ে বিয়ে করেন পরকীয়া প্রেমিককে। কিন্তু এখানেও তিনি দীর্ঘদিন সংসার করেন নি। তবে এবার দ্বিতীয় স্বামীকে তালাক না দিয়েই আবার সংসার করতে ফিরে গেছেন প্রথম স্বামীর কাছে।

মানিকগঞ্জের সাঁটুরিয়া থানায় কাণ্ডটি ঘটিয়েছেন নীলুফা ইয়াসমিন নামের এই নারী। তার প্রথম স্বামীর নাম মফিজুল ইসলাম, দ্বিতীয় স্বামীর নাম শহিদুল ইসলাম। এ বিষয়ে নিলুফারের দ্বিতীয় স্বামী মো: শহিদুল ইসলাম জানান, আমার বিয়ে করা স্ত্রী আমাকে তালাক না দিয়েই আমার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পুরুষের ঘর করছে।