Home অর্থনীতি এফবিসিসিআই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মাতলুব প্যানেল

এফবিসিসিআই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মাতলুব প্যানেল

504
0

FBCCI
ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপের ফলাফলে আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। চেম্বার গ্রুপের ১৬টি পরিচালক পদের মধ্যে মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের ১২জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের ৪ জন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচনে মাতলুব আহমাদের প্যানেল ১৬টি পরিচালক পদের মধ্যে ১৩টিতে নির্বাচিত হয়েছে। মো. সাফকাত হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন। শনিবার রাত সোয়া ১১টার দিকে চেম্বার গ্রুপ এবং রোববার সকাল পৌনে ৮টার দিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ফলাফল ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এম আলী আশরাফ এমপি। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Previous articleঅনলাইন প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি সভা সম্পন্ন
Next articleসিরাজগঞ্জের কোনাবাড়িতে ফের দুর্ঘটনায় নিহত ৩