Home বিনোদন এবার অর্ধনগ্ন হয়ে ছবি তুললেন বাংলাদেশের নবাগত নায়িকা তন্ময়

এবার অর্ধনগ্ন হয়ে ছবি তুললেন বাংলাদেশের নবাগত নায়িকা তন্ময়

922
0

Sanjida Tonmoy
ঢাকা: তার পুরো নাম সানজিদা তন্ময়। মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। লোকে বলে, মডেলিংয়ের ছেলে মেয়েরা একটু বেশিই সাহসী হয়। তাই নানা ধরণের পরিক্ষামূলক কাজও করে থাকেন তারা। তেমনি একটি কাজ করতে গিয়ে অর্ধনগ্ন হয়ে ফটো শ্যুট করেন নবাগত নায়িকা সানজিদা তন্ময়।
ছবিটি ফেসবুকে প্রকাশ পেলে তুমুল জনপ্রিয়তা পায়। কিন্তু সানজিদা তন্ময় সেই ছবিটি অল্প দিনের মাথায় সরিয়ে নেন। তার নামে থাকা চারটি ফেসবুক অ্যাকাউন্টের কোথাও খুঁজে পাওয়া যায়নি ছবিটি।
ভিট চ্যানেল আই মডেল প্রতিযোগিতার মাধ্যমে মূলত আলোচনায় আসেন তন্ময়। তিনি নাটক এবং চলচ্চিত্র দু মাধ্যমেই কাজ করে যাচ্ছেন। এরই মাঝে তিনি রিয়াজুল রিজুর পরিচালনায় ‘বাপজানের বায়েস্কাপ’ এবং সাইফ চন্দনের ‘টার্গেট’ নামে দুটি ছবিতে কাজ করেছেন। ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Previous articleযুদ্ধাপরাধের দায়ে এবার শামসুদ্দিন গ্রেপ্তার
Next articleমুশফিক-মাহামুদুল্লাহর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ