Home জাতীয় এবার ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারেনি যানজট: সেতুমন্ত্রী

এবার ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারেনি যানজট: সেতুমন্ত্রী

430
0

আশুলিয়া: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারেনি যানজট। তবে গত ঈদের তুলনায় এবার রাস্তাঘাটসহ সার্বিক অবস্থা ভালো রয়েছে।  শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে যানজট পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  যানজট পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, জনগণের মানসিকতা পরিবর্তন না হলে, নতুন নতুন রেল লাইন ও সড়ক করেও যানজট নিরসন করা যাবে না।

তিনি বলেন, পদ্মার প্রবল স্রোতের কারণে গাড়ি পারাপারে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে পাটুরিয়া ঘাটে। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট ছিল, এখন যথেষ্ট উন্নতি হয়েছে।  ওবায়দুল কাদের বলেন, পশুবাহী ট্রাকের জন্য সড়কে সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া উল্টো পথে পরিবহন চলাচলের কারণে কিছুটা জনদুর্ভোগ হয়েছে। তবে ধীরে ধীরে এ অবস্থা কেটে যাচ্ছে।

এসময় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সড়ক ও জনপথের ঢাকা জেলা সুপারেনডেন্ট সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, এএসপি ফিরোজ হাসান নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous articleজগন্নাথপুরে স্ত্রীকে দিয়ে অসামাজিকতা করানোর অভিযোগে স্বামী আটক
Next articleডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ