Home আঞ্চলিক এবার বরিশালে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

এবার বরিশালে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

366
0

বরিশাল: উজিরপুরে চার বছরের নিজ কন্যা সন্তানকে হত্যার অভিযোগে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন নিহত শিশুর পিতা। নিহত শিশু বাক প্রতিবন্ধী স্বপ্না খানম মম ওই উপজেলার কমলাপুর গ্রামের ইমরান হোসেন মিলনের কন্যা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমরান উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মালেক সরদারের কন্যা নাজমাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি বাক প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি সময়ে নাজমা তার স্বামী মিলনের সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাক প্রতিবন্ধী শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন।
শুক্রবার সকালে মম রহস্যজনক ভাবে মারা যায়। মমর পিতা ইমরান হোসেন মিলন অভিযোগ করেন, তার স্ত্রী নাজমা পরিকল্পিতভাবে তার কন্যা সন্তানকে হত্যা করেছে। এ ঘটনায় তিনি তাৎক্ষনিক থানায় মৌখিক অভিযোগ দেয়ার পর পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

Previous articleশিবির নেতা জসিমকে পুলিশ নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে: জামায়াত
Next articleসিলেট সার্কিট হাউজে আগুন: রহস্য অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু