Home বিশেষ সংবাদ এমপিদের প্রচারণার সুযোগ চাইছে আওয়ামী লীগ

এমপিদের প্রচারণার সুযোগ চাইছে আওয়ামী লীগ

409
0

ঢাকা: আসন্ন পৌর নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগ প্রতিনিধিদলের সদস্যরা। এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর দাবিও জানিয়েছে দলটি। রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ দাবি জানান তারা। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল ইসিতে যান। দলে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপও ছিলেন। প্রায় আধা ঘণ্টা তারা ইসির সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো দলীয়ভাবে মেয়রপদে নির্বাচন হচ্ছে। এমপিরা এ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু আমাদের তো বলতে হবে এই প্রার্থী আমাদের। তারা আমাদের দলকে রিপ্রেজেন্ট করে। আমার দলের আদর্শ এটা। সুতরাং কেন আমাদের প্রচারণা চালাতে দেবেন না? তিনি আরো বলেন, আগে নির্দলীয় ছিল। সেখানে এমপিরা প্রচারণা চালাতে যেত না। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এমপিদের প্রচারণার সুযোগ দিতে হবে। প্রত্যেক এমপির এটি গণতান্ত্রিক অধিকার। এ সুযোগ আপনাদের দিতে হবে। হানিফ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি করেছি। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত দেওয়া হবে বলে সিইসি আমাদের জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

Previous articleড. খন্দকার মোশাররফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
Next articleনির্বাচন পেছানো ও বিধিমালা সংশোধনের দাবী জাপার