Home শিক্ষা এসএসসি-জেএসসির ৪ হাজার খাতা জব্দ

এসএসসি-জেএসসির ৪ হাজার খাতা জব্দ

490
0

exam curi
নিউজ ডেস্ক: এসএসসি ও জেএসসি পরীক্ষার ৪ হাজারের বেশি খাতা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা উপজেলার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসব খাতা জব্দ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার আরিফুজ্জামান। আরিফুজ্জামান জানান, এসব খাতা মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা না দিয়ে শার্শা উপজেলা সদরের ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।এসব খাতার মধ্যে রয়েছে এসএসসি ও জেএসসির মূল খাতা ৩১৮টি, অতিরিক্ত খাতা ৩ হাজার ২৬৮টি ও অতিরিক্ত খাতার টপশিট ৭১২টি। জব্দ করা খাতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে। পরে যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দেওয়া হবে বলে আরিফুজ্জামান জানান।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, ‘এসএসসি ও জেএসসি পরীক্ষার পর অবশিষ্ট এ খাতাগুলো বোর্ডে জমা দেওয়া হয়নি। আমার সঙ্গে ৩/৪ জন শিক্ষকের সম্পর্ক ভালো না থাকায় তারা ষড়যন্ত্র করে এটা করেছে। এছাড়া খাতাগুলোর কভার পেজ কেটে ভকেশনাল পরীক্ষায় অতিরিক্ত শিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।’

Previous articleএবার কুচ কুচ লুচ্চা হ্যায় ছবিতে সানি লিওন
Next articleগণতন্ত্রের কবর রচনার ষড়যন্ত্র করছে সরকার