Home বিভাগীয় সংবাদ এস.এ.ও ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এ.ও ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

502
0

সিলেট: এস.এ.ও ফাউন্ডেশন এর উদ্যোগে (১৩ জুন) মঙ্গলবার সিলেট ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজে’র অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে এবং এস.এ.ও ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাপিক পুলিশ সিলেটের পরিদর্শক হাবিবুর রহমান, স্যোসাল ইসলামী ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক কবিরুল ইসলাম, সিলেট মডার্ণ জেনারেল হসপিটালের পরিচালক মুহিবুল আলম, ইয়ং বাংলা’র সদস্য তরুন উদ্যোক্তা আলী রুমেল, বৃক্ষ ম্যাগাজিনের সম্পাদক কবি আজমল আহমদ।
সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে’র শিক্ষক আবুল হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এস.এ.ও ফাউন্ডেশনের এসিসটেন্ট সেক্রেটারি প্রভাষক মির্জা বশির আহমদ তোহা, প্রভাষক নাজমুল আলম, পরিচালক প্রভাষক মবরুর আহমদ সাজু, দক্ষিণ সুনামগঞ্জ কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম সাইদ, সদস্য সামিয়া জামান লিনা, জাহিনুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজে’র প্রভাষক রেফা বেগম, প্রভাষক নাজিম উদ্দিন, প্রভাষক আয়শা জামিলা, প্রভাষক ফাতেমা লিপি, প্রভাষক জামাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরী, ছাত্রনেতা হিফজুর রহমান, মাহবুবুল আলম সুমন, ফয়জুর রহমান।
এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডেইলী আমার বাংলা সম্পাদক অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পরে দেশ ও জাতীর কল্যাণে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ আলী নুর।

Previous articleদেশের কেউই প্রস্তাবিত বাজেট গ্রহণ করেনি: এরশাদ
Next articleপাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ৪৮৩টি মেডিকেল টিম