Home খুলনা ঐক্যবদ্ধ আন্দোলনেই খালেদার মুক্তি: মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ আন্দোলনেই খালেদার মুক্তি: মির্জা ফখরুল

586
0

খুলনা: মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে, তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করেছে। সব মিলিয়ে দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করে আওয়ামী লীগ যে অন্যায় করেছে তা দেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না। এর জন্য জনগণের কাছে আওয়ামী লীগকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

Previous articleহাতিরঝিলে গণপিটুনিতে যুবক নিহত
Next articleসাত মাসে সহিংসতার শিকার ৮২৬ শিশু