Home রাজনীতি ঐক্যবদ্ধ আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

ঐক্যবদ্ধ আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

419
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসুন দেশনেত্রীকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

বিএপি’র কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পালন করার কথা থাকলেও সকাল ১০ টার পর থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। এ সময় তারা খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ১১ টায় দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা মানববন্ধনে যোগ দেন।

Previous articleমালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির মোহাম্মদের পুনরুত্থান
Next articleপাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই: ডিজি