Home জাতীয় ঐক্যের ভিত্তিতে ইসি গঠনের প্রস্তাব খালেদা জিয়া’র

ঐক্যের ভিত্তিতে ইসি গঠনের প্রস্তাব খালেদা জিয়া’র

802
0

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।

Previous articleজেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার
Next articleসংঘর্ষের আশঙ্কায় নরসিংদীর রায়পুরায় ১৪৪ ধারা