সিলেট: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে ২৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকালে যাত্রীদের ব্যাগ তল্লাশিকালে এই সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়। ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার প্রভাত কুমার সিনহা জানান, বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (ফ্লাইট নং- বিজি০২৪) সিলেট আসে।
পরে সকাল সাড়ে ৮টায় ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগ তল্লাশিকালে চট্টগ্রামের পাটিয়া উপজেলার বাসিন্দা মো. রফিকের (৪৫) ব্যাগ থেকে সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়। রফিকের বাবার নাম সিদ্দিক আহমদ। প্রভাত কুমার সিনহা আরো জানান, আটককৃত সিগারেটগুলোর মধ্যে বেনসন এন্ড হেজেস এবং ইজি গোল্ড সিগারেট রয়েছে।