Home বাংলাদেশের সংবাদ ওয়ান ইলেভেনের ‍পুনরাবৃত্তির সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ওয়ান ইলেভেনের ‍পুনরাবৃত্তির সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

447
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ওয়ান ইলাভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেছেন, সরকার আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা বলাই যায় (স্পষ্টত) যে, ওয়ান ইলাভেন পুনরায় ঘটবে না। যদি কোনো অনিয়ম থেকে থাকে, আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন, এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি দুর্নীতিবাজদের শান্তি দিতে চাই, আমার ঘর থেকেই তা আগে শুরু করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে জাতিসঙ্ঘের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কস্থ জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিানিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তৃতা করেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শেখ হাসিনা বলেন, প্রকল্প প্রস্তুতি থেকে শুরু করে প্রকল্পের কাজ পাওয়ার জন্য অর্থ বিতরণের সুযোগ নিয়ে কিছু লোক বিপুল সম্পদের মালিক বনে যাচ্ছেন।

Previous articleজাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ: কাদের সিদ্দিকী
Next articleবিভিন্ন শিক্ষা বোর্ডে অনিয়ম: সম্মানীর নামে অর্থ লুটের মহোৎসব