Home আঞ্চলিক কলকলিয়া ইউনিয়নে অানারসের গনসংযোগ

কলকলিয়া ইউনিয়নে অানারসের গনসংযোগ

396
0

জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির অাহমদ মুক্তার অানারস প্রতীকের সমর্থনে কলকলিয়া ইউনিয়নের বিভিন্নস্হানে ছাত্র সমাজের পক্ষ থেকে গনসংযোগ করা হয়েছে।
গনসংযোগে উপস্হিত ছিলেন কলকলিয়া ইউ/পি ছাত্রলীগ নেতা সানোয়ার অাহমদ, সেজু অাহমদ, সুহেল অাহমদ, জিয়াউল ইসলাম, রুমন অাহমদ, জাহাঙ্গীর হোসেন, জাবেদ অাহমদ, অাব্দুল করিম, দিলদার অাহমদ, কবির অাহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি খালেদ আহমেদ রাজ, সম্পাদক সিতু মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন সম্পাদক তানভীর আলম পিয়াস প্রমুখ। বিজ্ঞপ্তি

Previous articleছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরী’র মুক্তির দাবী সিলেট জেলা ও মহানগর বিএনপির
Next articleজগন্নাথপুরে প্রার্থীদের সর্বশেষ গণসংযোগ