Home বিভাগীয় সংবাদ কল্যাণপুরে পুলিশ-বস্তিবাসীর সংঘর্ষ, উত্তেজনা

কল্যাণপুরে পুলিশ-বস্তিবাসীর সংঘর্ষ, উত্তেজনা

416
0

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে একটি বস্তি উচ্ছেদকে কেন্দ্রে করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বস্তিবাসির বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ও সরকারি লোকজন বুলডোজার নিয়ে ওই এলাকার পোড়াবাড়ি বস্তিটি উচ্ছেদ করতে যায়। এসময় বস্তিবাসি লাঠিসোটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। তারা বস্তির ৪ টি প্রবেশ মুখে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে। এসময় পুলিশ ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন। রাস্তায় পুলিশ বস্তিবাসির উপর টিয়ারশেল নিক্ষেপ করে। বস্তিবাসিরাও পাল্টা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। বস্তিবাসিদের প্রতিরোধের মুখে পুলিশ বস্তিতে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি।
বস্তির এক বাসিন্দা জানিয়েছেন, তারা প্রায় ২০ বছর ধরে ওই বস্তিতে বসবাস করছেন। সেখানে প্রায় ২০ হাজার বস্তিবাসি রয়েছেন। কোন ধরণের নোটিশ না দিয়ে পুলিশ ও সরকারি লোকজন উচ্ছেদ করতে আসে। পুলিশ জানিয়েছে, বস্তিটি হাউজ বিল্ডিং এন্ড রিচার্স ইনস্টিটিউটের জমি। আদালতের নির্দেশেই তারা বস্তিটি উচ্ছেদ করতে যায়।

Previous articleসিলেট আলীয়া মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে
Next articleসিলেটের মদন মোহন কলেজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী