Home অর্থনীতি কাঁচামাল কিনতে ৪ শতাংশ সুদে ঋণ

কাঁচামাল কিনতে ৪ শতাংশ সুদে ঋণ

97
0

বৈশ্বিক সংকটে রপ্তানি খাতকে চাঙা রাখতে ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিয়ে রপ্তানি পণ্যের কাঁচামাল সংগ্রহ করতে পারবেন রপ্তানিকারকেরা। এতে সুদহার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। নতুন এ তহবিলের নাম রপ্তানি সহায়ক তহবিল। এ তহবিল থেকে দেশীয় মুদ্রা টাকায় ঋণ দেওয়া হবে।

রপ্তানি খাতকে সহায়তা দিতে আগে থেকেই রিজার্ভের অর্থে গঠন করা আছে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)। তহবিলটির আকার ৭০০ কোটি ডলার। সেখান থেকে কাঁচামাল আমদানি করতে বিদেশি মুদ্রায় ঋণ নিতে পারেন রপ্তানিকারকেরা।

বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার নতুন তহবিল গঠনের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রপ্তানি খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখতে রপ্তানি খাতকে সহায়তা প্রদান করা প্রয়োজন।

Previous articleমাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
Next articleনথি গায়েবের ঘটনায় রাজউকের ব্যাখ্যা চান হাইকোর্ট