ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের সই করা বাণীতে দলটির শীর্ষ নেত্রী বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসাংবাদিত প্রাণপুরুষ। তিনিই উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর কবিতা ও গান আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছিল।’
খালেদা জিয়া তার বাণীতে আরো বলেন, ‘তিনি (কাজী নজরুল) ছিলেন বিস্ময়কর বহুমুখী প্রতিভার অধিকারী, তাঁর ক্ষুরধার লেখনীর মধ্যে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সমাজ বদলের মন্ত্রণা সুষ্পষ্ট। তাঁর সৃষ্টিকর্ম আমাদেরকে চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া কাজী নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন।