অটোয়া: কানাডার রাজধানী অটোয়ায় সোমবার বিমানবন্দর পার্কওয়ে দক্ষিণ-পূর্ব ফুটপাথের উপর জলাধারের পাশ থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে শিক্ষার্থীর নাম তাওসিফ চৌধুরী। বয়স ২৩ বছর। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে।
তাওসিফ চৌধুরী কার্লটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র। তার ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি তড়িৎ প্রকৌশল শিক্ষার্থী। তিনি প্রথমে উইন্ডসর পরে কিংস্টনে দুই বছর পড়াশোন পর গত জানুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তাওসিফের বন্ধু এবং সাবেক রুমমেড সিরাজুম মুনীর মীম চৌধুরী জানায়, তার পরিবার বাংলাদেশে থাকলেও বাবা চাকরি করেন সৌদি আরবে। মীম আরো বলেন, রাজধানী অটোয়ার মতো একটি সুন্দর শহরে এ রকম নৃশংসতা কল্পনা করা যায় না।
ডেইলি অটোয়া সিটিজেন জানিয়েছে, তদন্তকারী দল ট্রানজিট স্টেশন ও দক্ষিণ-কি শপিং সেন্টার থেকে ভিডিও নজরদারি ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে তাতে কি ছিল জানা যায়নি। শুধু বলেছে, হত্যাকারীরা ‘সুপার স্মার্ট’।