স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি আবদুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী। আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় উপস্থিত না হতে পারায় অপর আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন তুহিন রিভিউ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৫ এপ্রিল রিভিউ শুনানির জন্য দিন ধার্য করেন। এসময় কামারুজ্জামানের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৯ মার্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
গত ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির দিন ধার্য করার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ আজ রিভিউ শুনানির তারিখ নির্ধারণ করেন।
নিয়ম অনুযায়ী আসামিপক্ষ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের আইনজীবীরা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেন। ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন।