ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করার সময় পেয়েছেন তার আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শিশির মনির এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সঙ্গে আমাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হবে বলে কারা কর্তৃপক্ষ মৌখিকভাবে এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কয়টার দিকে এটি হবে তা এখনো আমাদেরকে জানানো হয়নি।
এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদন করেন এডভোকেট শিশির মনির। অন্য সাক্ষাত প্রার্থীরা হচ্ছেন- এডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার নাজীব মোমেন, এডভোকেট মশিউল আলম।
আবেদনে বলা হয়, কামারুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে অন্তরীণ আছেন। ৩ নভেম্বর আপিলের রায় প্রকাশিত হয়েছে। আপিলের রায়ের বিষয়ে মক্কেলের দিক-নির্দেশনার জন্য ৬ নভেম্বর আমরা সাক্ষাত করতে চাই। মামলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আলাদা কক্ষে সাক্ষাতের অনুমতি চাওয়া হয় ওই আবেদনে।