স্টাফ রিপোর্টার: সারা দেশের কারাগারে অন্তরীণ দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। হবিগঞ্জের কারাগারে বিএনপি সমর্থিত মেয়র জি কে গউছের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছে দলটি। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। তিনি বলেন, হবিগঞ্জের মেয়রের ওপর হামলার পর সারা দেশের কারাগারে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়েছে। কারাগারে অবস্থানরত বিএনপির সব নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। ‘প্রশাসনকে দলীয়করণ ও নিরপেক্ষ রাখতে চাই’ জনপ্রশাসনমন্ত্রীর এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে ড. রিপন বলেন, সৈয়দ আশরাফ যে বক্তব্য দিয়েছেন তার মূল্য রাখবেন এবং সেটা বাস্তবায়ন করে প্রমাণ করবেন। এর জন্য তিনি একটি কমিটি গঠন করবেন। যাতে প্রশাসন দলবাজ ও আজ্ঞাবহ হওয়া থেকে মুক্তি লাভ করে। সরকারের মন্ত্রী ও বিএনপি একই দৃষ্টিভঙ্গি লালন করেন বলেও উল্লেখ করেন তিনি। রিপন বলেন, সাধারণত এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোন সিনিয়র ও হাইপ্রোফাইল নেতা মন্ত্রী ছিলেন না। এই প্রথম কোন হাইপ্রোফাইল নেতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি দায়িত্ব নেয়ার পর প্রশাসন দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকবে। এটাই কাম্য ও প্রত্যাশিত।
তিনি বলেন, আশা করি প্রশাসনের দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা যাদের ওএসডি করে রাখা হয়েছে তাদের ফিরিয়ে আনতে সৈয়দ আশরাফ কমিটি গঠন করবেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসন দলীয়করণ মুক্ত রাখারও আশ্বাস দেন তিনি। ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন বলেন, রাজীবকে যে অভিযোগে আটক করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। রাজীবকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে বিরাজনীতিকরণের চিত্র ফুটে উঠেছে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।