কারাগার ভেঙে ফেলতে হবে: মির্জা ফখরুল

0
559

Fokhrul 01
ঢাকা: সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন সময় এসেছে, জাতীয় কবির ভাষায় বলতে হবে‘ লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দিশালা’। সারা দেশে সরকারের তৈরি এ কারাগার ভেঙে ফেলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরীহ মানুষদের ওপর গুলি করা হচ্ছে। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তারা ফ্যসিবাদী শক্তি। এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে হবে। দুপুরের পর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।