ব্রাসেলস: নতুন নির্বাচন নিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে যখন চরম উদ্বেগ উৎকণ্ঠা, তখন সুষ্ঠু অবাধ ও নতুন নির্বাচনের দাবী উত্থাপিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে। নতুন নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহবান সম্বলিত দাবিটি উত্থাপন করা হবে আগামীকাল ২৬ নভেম্বর। চতুর্থবারের মত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ইউরোপিয়ান পার্লামেন্টে উত্থাপিত হতে যাচ্ছে। বিশ্লেষকরা আশা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে দাবিটি পাশ হবে।