
কাশ্মীর: জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে গেরিলা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৭ সেনা ও ৩ পুলিশ অফিসার রয়েছেন। এছাড়াও হামলাকারী ৪ গেরিলাও ঘটনায় নিহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেনা কর্মকর্তারা একে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন। কাশ্মিরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেনা ক্যাম্পের ফিল্ড আর্টিলারি ইউনিটে এ হামলা হয়। ধারণা করা হচ্ছে- একজন গেরিলা ক্যাম্পের ভেতরে এখনো রয়েছে এবং মারাত্মক আহত এক পুলিশকে হেলিকপ্টারে করে রাজধানী শ্রীনগরের সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের বারমুল্লাহ জেলার ইউআরআই সেক্টরের মোহরা রেজিমেন্টের ৩১ ফিল্ড ক্যাম্পে হামলা চালায় গেরিলারা। খবর জিনিউজ। হামলা শুরুর পরই এএসআই র্যা ঙ্কের দুই পুলিশ অফিসার শিবিরে ছুটে যান। সঙ্গে সঙ্গেই প্রাণ হারান তারা। সেনারা গেরিলাদের ক্যাম্পে ঢুকতে বাধা দিলে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। জম্মু-কাশ্মী তৃতীয় দফায় ভোটগ্রহণের আগে আগামী ৮ ডিসেম্বর শ্রীনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ৩ দিন আগেই সেনা শিবিরে হামলার ঘটনা ঘটল।