Home আঞ্চলিক কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামী নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামী নিহত

496
0

কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামী জামাল হক ওরফে জাম্বু মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল হক সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় সমবেত হয় মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌছলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামাল হকের বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়ে

Previous articleশনিবার সিলেট সফরে আসছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
Next articleবিএনপি শিক্ষার্থীদের উস্কানি দেয়: হানিফ