কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্র“তার জের ধরে হুমায়ুন কবির (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা বারপাড়া ইউনিয়নের বড়ধর্মপুর গ্রামের মুক্তিযোদ্ধা ডা. হুমায়ন কবিরের ছেলে ফয়সালের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আমির হোসেনের ছেলে আজাদ ও মাস্টার আব্দুর রশিদের ছেলে মঞ্জিলের সাথে হাতাহাতি হয়। খবর পেয়ে ডা. হুমায়ন কবির মিমাংশা করার জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের আজাদ ও মঞ্জিল বাহিনীর লোকজন তাকে পিটিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় শাকতলা মডার্ণ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই আব্দুর রবসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদ মাষ্টারের পুত্র মঞ্জিল মিয়াকে গ্রেফতার করেছে। নিহতের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।
নিহতের হুমায়ুন কবির ছেলে ফয়সাল জানান, জমি নিয়ে তাদের সঙ্গে পাশের বাড়ির লোকজনের বিরোধ রয়েছে। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন আমার বাবা হুমায়ুন কবিরকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করে।