Home জাতীয় কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা, তদন্তে ৪ সদস্যের কমিটি

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা, তদন্তে ৪ সদস্যের কমিটি

579
0

মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে কারণ জানা যাবে।

Previous articleখুলেছে ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু, যানচলাচল স্বাভাবিক
Next articleফিটনেস লাইসেন্স নবায়ন না করা গাড়ি ও চালকের তথ্য চেয়েছে হাইকোর্ট