Home আঞ্চলিক কুষ্টিয়ায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

534
0

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের কারিকর পাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আজম মুন্সী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আজম আলী কারিকর পাড়ার মৃত আইয়ুব মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

কুমরাখালী থানার ওসি মিজানুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মফিজ গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় তারই ধারাবাহিকতায় মফিজের লোকজনের সঙ্গে আলীর লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

Previous articleদুদকের মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী
Next articleজনগণের উন্নয়নের জন্য বিচার বিভাগ স্বাধীন থাকা উচিত: আইনমন্ত্রী