Home ঢাকা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং

654
0

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা : বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল করীম চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার নানামুখি দিন্তময় প্রসার ঘটছে। সেই বিশ্ব শিক্ষার সঙ্গে বাংলাদেশ কিভাবে তাল মিলিয়ে চলতে পারে, তার দিক নির্দেশনা এখনই দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের স্টল অংশগ্রহণ করে। এসময় বিদেশে শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ দেশি-বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পরে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘন্টা, জুলাই ৩১, ২০১৯

টিএম/

Previous articleজাতীয় পার্টিতে সমঝোতার সুর
Next articleঅনাচারে ন্যাচারাল গজব হয়ে আসে মশা: শামীম ওসমান