তুরস্ক: তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগরে নৌকা ডুবিতে অন্তত ২৪ জন মারা গেছে। সাতজনকে জীবত অবস্থায় উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড ও জেলেরা। তুর্কি সংবাদ মাধ্যম জানায়, ১২ শিশুসহ ৪০ জন যাত্রী নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি দেশে যাওয়ার পথে সোমবার সকালে ডুবে যায় নৌকাটি। বসফরাস প্রণালী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তুরস্কের কোস্ট গার্ড। এদিকে তুরস্কের পানিপথ দিয়ে অবৈধভাবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থেকে অনেক মানুষ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রবেশ করে।