ঢাকা: বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, শরীয়তের দৃষ্টিকোন থেকে ইসলামের একটি বিষয়কেও অস্বীকার করলে তিনি মুসলমান থাকবেন না। লতিফ সিদ্দিকী আবার মুসলমানা হতে হলে কালেমা পড়ে তওবা করে মুসলমান হতে হবে। এই মূহূর্তে তিনি মারা গেলে কেউ তার জানাজা পড়বেনা, ইমামতি করবেনা। ফলে তাকে নিয়ে পানি ঘোলা করার কিছু নেই।
সংসদে মঙ্গলবার সন্ধ্যায় পয়েন্ট অব অর্ডারে ফোর নিয়ে নজিবুর বশর মাইজভান্ডারী এই কথা বলেন। এই সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করছিলেন।
নজিবুল বশর বলেন, সরকারের আশ্রয় প্রশ্রয় সাহায্য না পেয়ে লতিফ সিদ্দিকী আত্মসমর্পন করেছেন। তাকে গ্রেফতার করে জেলে পাটানো হয়েছে। ফলে এখন আর হরতালের দরকার নেই। সরকারের ভূমিকা পরিস্কার। তিনি অন্যান্য ধর্মীয় সংগঠনকে কর্মসূচী প্রত্যাহারের আহবান জানান।