আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করেছে উগ্র ধর্মীয় গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা।
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার এ হামলায় আরো অন্তত ৭৯ জন আহত হয়েছেন।
ভোররাতের দিকে গুলি ছুড়তে ছুড়তে ক্যাম্পাসে ঢোকে বন্দুকধারীরা, যাদের শরীরে বোমা বাঁধা ছিল। পরীক্ষায় বসার প্রাক্কালে শ্রেণিকক্ষে হামলার শিকার হন শিক্ষার্থীরা। মুসলিমদের বেছে বেছে মুক্তি দিয়ে খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করে তারা।