ঢাকা: দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০১৫-১৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন চলা কালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছিল।
জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে ৩০-৪০ জন যুবক আগ্নেয়াস্ত্র-রামদা উঁচিয়ে ভোট কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা সাহিত্য সংসদের দরজা-জানালা ভেঙ্গে, ককটেল ফাটিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে সকল ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এসময় ভোটগ্রহণ কেন্দ্রের চারটি বুথও ভাঙচুর করে তারা।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমতুল্লাহ জানান, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকষ্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে বলে জানান তিনি।