Home আঞ্চলিক কোম্পানীগঞ্জে জনতার গণপিটুনিতে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

কোম্পানীগঞ্জে জনতার গণপিটুনিতে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

566
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) নামে এক র্শীস মাদক ব্যবসায়ী জনতার গণপিটুনিতে মারা যায়। গত শনিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, শনিবার বিকেল ৪টার দিকে মাদক ব্যবসায়ী মিন্টুকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক করে রাখেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার স্বাস্থের অবনতি ঘটতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাদক ব্যবসায়ী মিন্টুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকসহ ৭-৮টি মামলা রয়েছে। গত ১৬ দিন আগে সে জেল থেকে জামিনে মুক্তি পান। মিন্টু একই এলাকার ইমান আলী চৌকিদার বাড়ির ইসমাইল হোসেনের ছেলে।

Previous articleবালিশকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা দেখতে চান হাইকোর্ট
Next articleহযরত শাহজালাল(র.)-এর ওরস মঙ্গলবার