Home রাজনীতি কো-চেয়ারম্যান পদে পূণর্বহাল জিএম কাদের

কো-চেয়ারম্যান পদে পূণর্বহাল জিএম কাদের

581
0

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার সহোদর পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পূর্ণবহাল করেছেন। রাতে এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ পূর্ণবহালের কথা জানান। পার্টির গঠনতন্ত্রের ২০/১- ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

উল্লেখ্য, ১২দিন আগে ২২শে মার্চ গভীররাতে পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে নিজ ভাই জিএম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পর দিন সংসদের বিরোধীদলের উপনেতা পদ থেকেও সরিয়ে দেয়া হয় তাকে।

Previous articleখালেদা জিয়ার শারীরিক অবস্থা কূটনীতিকদের জানাল বিএনপি
Next articleসিলেটমূখী দুটি উড়োজাহাজ ঝড়ের কবলে, যাত্রীরা আতঙ্কিত