Home আঞ্চলিক ক্বারী মাওলানা এখলাছুর রহমানের ইন্তেকালে আন্জুমানে খেদমতে কোরআন সিলেটের শোক       

ক্বারী মাওলানা এখলাছুর রহমানের ইন্তেকালে আন্জুমানে খেদমতে কোরআন সিলেটের শোক       

486
0

সিলেট: ইত্তেহাদুল ক্বোররা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান ক্বারী ও আল-হারামাইন ইসলামিয়া হাফিজিয়া বলাউরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা এখলাছুর রহমান (৫৫)-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্জুমানে খেদমতে কোরআন সিলেট-এর নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

বুধবার এক শোক বার্তায় আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট-এর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সেক্রেটারী হাফিজ আব্দুল হাই হারুন বলেন, মাওলানা এখলাছুর রহমান আজীবন কোরআনের খেদমতে কাজ করে গেছেন। বিশুদ্ধ কোরআন শেখায় তাঁর অবদান কোনদিন ভুলার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমীন।

Previous articleরাজধানীতে হোটেল কর্মচারীকে গুলি করে হত্যা
Next article৩৩ কোটি ৩৯ লাখ বই ছাপানো হচ্ছে: শিক্ষামন্ত্রী