Home প্রযুক্তি ক্যাম্পাসে কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন- জয়

ক্যাম্পাসে কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন- জয়

1078
0

ঢাকা: ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ রাখতে হবে। কোন ক্যাম্পাসে কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। যারা সন্ত্রাস করবে, তাদের সহ্য করা হবে না। বৃহস্পতিবার সকালে গণভবনে ছাত্রলীগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, ছাত্রলীগের বদনাম হয়, নেতা-কর্মীদের সেই ধরনের কোন কাজ করা ঠিক হবে না। যখন দল ক্ষমতায় থাকে, তখন সবাই ছাত্রলীগ আর আওয়ামী লীগার হয়ে যায়। আমাদের দেশে একশ্রেণির মানুষ আছে, যারা পাকিস্তানের এজেন্ট। তারাও অপপ্রচার চালাতে থাকে। এই ধরনের প্রচারে কান দেয়ার দরকার নেই। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আমরা যদি সৎ থাকি, তবে চিন্তার কিছু নেই। কেউ সঠিক শিক্ষা নিলে তার দুর্নীতি, চাঁদাবাজি করার দরকার হয় না।

Previous articleজিম্বাবুয়ের বিরুদ্ধে ৫০৩ রানে থামল বাংলাদেশ
Next articleনিয়োগ না দিলে আত্মহত্যার হুমকি ৩৩তম বিসিএস নন ক্যাডারদের