Home জাতীয় ক্ষমতাসীনদের দখল-লুটে সমাজের বন্ধন ভেঙে পড়েছে: রিজভী

ক্ষমতাসীনদের দখল-লুটে সমাজের বন্ধন ভেঙে পড়েছে: রিজভী

652
0
Ruhul Kabir Rijbi

ঢাকা : দেশে অনাচার-বিচারহীনতা, নারী-শিশু নির্যাতনসহ অপরাধ ও নিয়মবহির্ভূত আচরণ এক ভয়ঙ্কর রুপ ধারণ করে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এতে ভেঙে পড়েছে সমাজের বন্ধন। আর এই ভেঙে পড়ার কারণেই নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। অপরাধপ্রবণতার এই বেপরোয়া রূপের একমাত্রই কারণ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখল ও লুটের ক্ষুধার অতিমাত্রার আতিশয্য। শুধু মানুষের সহায়-সম্পত্তিই নয়, এরা নারীদের ওপরও ঝাঁপিয়ে পড়ছে আদিম বর্বরতার চেতনা ধারণ করে।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ক্ষমতাসীনদের সত্তা যদি হয় অবৈধ, সরকারের গঠন যদি হয় জনসম্মতিহীন তাহলে সেখানে শুধু রাজনৈতিক নয়, সামাজিক অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে, সে কারণেই বাংলাদেশে ধর্ষণ, হত্যা ও অপহরণ বাড়ছে। শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষণের ঘটনা বাংলাদেশে এক বীভৎস চেহারায় আবির্ভূত হয়েছে। এই সামাজিক অপরাধের পেছনে যারা জড়িত তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। কিন্তু এরা ক্ষমতার শীর্ষে বসা লোকজনদের আনুকূল্য পাচ্ছে।

Previous articleগাজীপুরে ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Next articleবিতর্ক থাকলেও সারাদেশে ইভিএম চালু হবে: সিইসি