ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, বর্বরোচিত হামলা, জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

0
516

ঢাকা: ঢাকাস্থ মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান সহ দুইজনকে কুপিয়ে হত্যায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি ২৫শে এপ্রিল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জুলহাজ মান্নানের ওপর এ হামলা বর্বরোচিত। তিনি তাকে ঢাকাস্থ দূতাবাস পরিবারের একজন প্রিয় সদস্য বলে আখ্যায়িত করেন। তার ভাষায়, এমন ঘটনা প্রকাশে ভাষা নেই। এটা ব্যাখ্যা করার মতো নয়। এক্ষেত্রে কোন অজুহাত চলে না। ওই ব্রিফিংয়ে তিনি নিহতের মা, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তার সঙ্গে অন্য যিনি নিহত হয়েছেন নৃশংস হত্যাকাণ্ডে তার পরিবার পরিজনের প্রতিও তিনি সমবেদনা প্রকাশ করেন।

জন কিরবি বলেন, আমরা জুলহাজের মৃত্যুতে শোকাহত। একই সঙ্গে তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক মানবাধিকার ও মর্যাদার জন্য যে লড়াই করে গেছেন আমরা তার সেই জীবনের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশের জন্য অবদান রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের জন্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করছি যেন তারা এ কাপুরুষোচিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করা হয়। এমন মত পোষণ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।